ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আবারও উত্তর কোরিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও উত্তর কোরিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষার পর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। তেল আমদানি ও টেক্সটাইল পণ্য রপ্তানির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র তেল আমদানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছিল। তবে পিয়ংইয়ংয়ের মিত্র রাশিয়া ও চীন নিষেধাজ্ঞা অনেকটা শিথিল করার পর এ বিষয়ে একমত হয়েছে। এরপরই সর্বসম্মতভাবে এটি পাস করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, সীমিত পরিমাণ অপরিশোধিত তেল ও তেল জাতীয় পণ্য আমদানি করতে পারবে উত্তর কোরিয়া। এ ছাড়া পিয়ংইয়ংয়ের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিযোগ্য টেক্সটাইল পণ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বছরে যা রপ্তানির পরিমাণ ছিল ৭০০ মিলিয়ন ডলার। উত্তর কোরীয়দের বিদেশে কাজ করার পরিমাণ সীমিত করা হয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র তেল আমদানি ও টেক্সটাইল পণ্য রপ্তানির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছিল খসড়ায়। পরে অবশ্য চীন ও রাশিয়ার কারণে অনেকটা শিথিল করা হয়েছে। উত্তর কোরিয়ার আমদানি করা অপরিশোধিত তেলের অধিকাংশই সরবরাহ করে চীন।  

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়