ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চালু হচ্ছে দেশের বন্ধ বস্ত্রকল

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চালু হচ্ছে দেশের বন্ধ বস্ত্রকল

নিজস্ব প্রতিবেদক : দেশের বন্ধ সব বস্ত্রকলগুলো পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের পক্ষে প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা জানান।

মন্ত্রী বলেন, বেকার শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে বিটিএমসির নিয়ন্ত্রণাধীন বন্ধ বস্ত্রকলগুলো পুনরায় চালুর লক্ষ্যে সরকার এ পরিকল্পনা গ্রহণ করেছে। দেশি-বিদেশি যৌথ উদ্যোগে বা পিপিপি এর মাধ্যমে এসব বন্ধ বস্ত্রকল সচল রাখা হবে। এ বিষয়ে বিটিএমসির কার্যক্রম চলমান রয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বিজেএমসির আওতায় ২৬টি পাটকল রয়েছে এবং সবকটি পাটকল বর্তমানে চালু রয়েছে বলে জানান মির্জা আজম।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়