ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মিয়ানমারের সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিতের ঘোষণা ব্রিটেনের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারের সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিতের ঘোষণা ব্রিটেনের

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সরকারের সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিত করবে ব্রিটেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ পার্লামেন্টের ১৫৭ জন সদস্য রোহিঙ্গাদের গণহত্যার কারণে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানানোর পর থেরেসা মে এ ঘোষণা দিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক ভয়ার্ত লোককে তাদের জীবনের জন্য পালাতে দেখেছি। সামরিক পদক্ষেপ বন্ধ করা উচিৎ সেটা অং সান সু চি ও বার্মা সরকারকে পরিষ্কার করতে হবে।’

থেরেসা বলেন, ‘ আজকে ব্রিটিশ সরকার ঘোষণা দিচ্ছে, এই সংকটের অবসান না হওয়া পর্যন্ত আমরা সবধরণের সামরিক সংশ্লিষ্টতা ও বার্মার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি বন্ধ করতে যাচ্ছি।’

আর্ন্তজাতিক জোটের সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ রোহিঙ্গা জনগণ ও তাদের সঙ্গে কী ঘটছে সে ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনের স্বচ্ছ উদ্বেগ রয়েছে। আমি গতকাল বিষয়টি নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাপ করেছি। ব্রিটিশ সরকার বিশ্বাস করে আমাদেরকে অবশ্যই উদ্বেগ প্রকাশ করতে হবে। আর সে কারণে বিষয়টির সন্তুষ্টজনক সমাধান না হওয়া পর্যন্ত আমরা সামরিক সংশ্লিষ্টতা ও বার্মার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি বন্ধ করতে যাচ্ছি।’

প্রসঙ্গত, গত বছর ব্রিটেন মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে তিন লাখ পাঁচ হাজার পাউন্ড খরচ করেছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়