ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিমান ধ্বংসের অধিকার আছে উত্তর কোরিয়ার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের বিমান ধ্বংসের অধিকার আছে উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাই মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার অধিকার উত্তর কোরিয়ার রয়েছে।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন রি ইয়ং।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত সপ্তাহে দাবি করেছেন আমাদের নেতার আর সময় নেই এবং তিনি আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এমন ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন তার কাছ থেকে এ ধরণের বার্তা আসা মানে পরিষ্কার যুদ্ধ ঘোষণা।’

রি ইয়ং বলেন, ‘যখন থেকে যুক্তরাষ্ট্র আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখণ আমাদের পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রত্যেকটি অধিকার জন্মেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ভূপাতিত করার অধিকারও রয়েছে, যদিও সেটা আমাদের দেশের আকাশসীমার ভেতরে নাও থাকে।’

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছিলেন, তাদের নেতা কিম জং উনকে‘রকেটম্যান’ বলার পর অনিবার্যভাবেই যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ড তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থলে পরিণত হয়ে গেছে। এর কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লেখেন, ‘এই মাত্র উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছি। তিনিও যদি ছোট্ট ‘রকেটম্যান’-এর চিন্তাভাবনার প্রতিধ্বনি করের তাহলে তাদেরকে আর বেশি দিন টিকতে হবে না।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়