ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান হিউম্যান রাইটসের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান হিউম্যান রাইটসের

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ‘মানবতাবিরোধী অপরাধ’ চালিয়ে যাচ্ছে । সংস্থাটি এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের ওপর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

এইচআরডব্লিউ’র আইন ও নীতি নির্ধারণ বিষয় পরিচালক জেমস রোজ এক বিবৃতিতে বলেছেন, বার্মার সেনাবাহিনী নিষ্ঠুরভাবে রাখাইন রাজ্যের উত্তরাংশ থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করছে। গ্রামবাসীদের ওপর গণহত্যা ও ব্যাপক অগ্নিসংযোগের মাধ্যমে লোকদের বাস্তুচ্যুত করা মানবতার বিরুদ্ধে অপরাধ।

সংস্থাটি জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাওয়া ছবির সাহায্যে তাদের পরিচালিত গবেষণায় বিতাড়ন ও বলপ্রয়োগে বিশাল জনগোষ্ঠীকে স্থানান্তর, হত্যা ও হত্যাচেষ্টা, ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়ন এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের দেওয়া সংজ্ঞা অনুযায়ী,  হত্যা, নির্যাতন, ধর্ষণ ও বিতাড়ণ যখন ব্যাপকভাবে সংঘটিত হয় কিংবা জনগণের ওপর সরাসরি সজ্ঞানে পদ্ধতিগতভাবে হামলা চালানো হয়, তখন একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়