ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফিলিপাইনের প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্য নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনের প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের নিরাপত্তারক্ষী দলের এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ সময় ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট অনেক দূরে ছিলেন।

ম্যানিলাভিত্তিক প্রেসিডেন্টের সিকিউরিটি গ্রুপের (পিএসজি) কমান্ডার লোপ ডাগায় জানিয়েছেন, পিএসজির মালাকানাং পার্ক ঘাঁটিতে ঘটনাটি ঘটেছে। একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পিএসজির কোয়ার্টারে ৩৭ বছর বয়সী ওই রক্ষীর মৃতদেহ দেখতে পান তার স্ত্রী। বুকে বিদ্ধ হওয়া একটি গুলিতেই তার মৃত্যু হয়েছে।

দাগোই বলেন, ‘আমরা সহিংসতার সম্ভাবনা বাতিল করছি । নিশ্চিতভাবেই কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।’

সংবাদ সম্মেলনে দাগোইয়ের এই মন্তব্যের সময় দুতের্তে কোথায় ছিলেন তা জানা যায়নি। সোমবার তাকে জনসম্মুখেও দেখা যায়নি। তবে এর আগে কয়েকদিন ধরে তিনি নিজ শহর দাভাওতে ছিলেন।

নিয়মিত প্রেসব্রিফিংয়ের সময় গোলাগুলির সময় প্রেসিডেন্টের অবস্থান কোথায় ছিল জানতে চাওয়া হলে তার মুখপাত্র আর্নেস্টো আবেলা বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে সঠিক তথ্য নেই।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়