ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুর্দিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুমকি এরদোয়ানের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুর্দিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুমকি এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইরাকে কুর্দিস্তানের স্বাধীনতার ওপর গণভোটের পর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুর্দিদের বিরুদ্ধে সব ধরণের সামরিক ও অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি বিবেচনায় রয়েছে।

মঙ্গলবার ইরাকের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের নেতাদের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ান।

তিনি বলেছেন, তুরস্ক যদি সীমান্ত দিয়ে পণ্যের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে কুর্দিদের না খেয়ে থাকতে হবে।

সোমবার স্বাধীনতার প্রশ্নে কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৭২ শতাংশ ভোট পড়েছে এবং ধারণা করা হচ্ছে গণরায় স্বাধীনতার পক্ষেই পড়বে। তবে ইরাকের কেন্দ্রীয় সরকার, তুরস্ক ও ইরান এ গণভোটের বিরোধিতা করেছে।

মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘কোনো ধরণের আলোচনা ছাড়া নেওয়া এই গণভোটের সিদ্ধান্ত বিশ্বাসঘাতকতা।’ তার দেশ কুর্দিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান এরদোয়ান।

এর আগে এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তিনি কুর্দিস্তানের প্রধান রপ্তানি পণ্য তেলের সরবরাহ লাইন কেটে দেবেন এবং কুর্দিদের লরিগুলো তুরস্কের সীমান্ত দিয়ে প্রবেশ বন্ধ করে দেবেন।

সোমবার রাতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছিলেন, ‘আমরা গণভোটের ফলাফল নিয়ে কোনো ধরণের সংলাপ বা আলোচনার জন্য প্রস্তুত নই। কারণ এটা পুরোপুরি অসাংবিধানিক।’




রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়