ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কারাগারে পাঠানো হলো কাতালোনিয়ার দুই নেতাকে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাগারে পাঠানো হলো কাতালোনিয়ার দুই নেতাকে

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার  স্বাধীনতাপন্থি দুটি নাগরিক সংগঠনের শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে স্পেনের হাইকোর্ট। সোমবার কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলির (এএনসি) প্রধান জর্ডি সানচেজ এবং অমনিয়াম কালচারালের প্রধান জর্ডি কুইক্সার্টের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠায় আদালত।

স্পেন থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের পর প্রথমবারের মতো শীর্ষ কাতালান নেতাদের কারাগারে পাঠানো হলো। এর মাধ্যমে কাতালোনিয়ার ব্যাপারে মাদ্রিদের কঠোর অবস্থানকে সামনে নিয়ে আসা হলো। সানচেজ ও কুইক্সার্টের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছে। কারাগারে থাকাকালীনই তাদের বিরুদ্ধে আনা  অভিযোগের তদন্ত হবে।

সানচেজ ও কুইক্সার্টের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনার ভিত্তি হিসেবে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় স্বাধীনতাপন্থি এক বিক্ষোভের মূল আয়োজক ছিলেন তারা। ওই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বার্সেলোনার একটি ভবনের ভেতরে ন্যাশনাল পুলিশের একদল সদস্যকে অবরুদ্ধ করে ফেলে । 

এদিকে রায় ঘোষণার পর বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আদালতের এ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কাতালান সরকারের প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনও। টুইটারে তিনি লিখেছেন, ‘কাতালোনিয়ার নাগরিক সমাজের দুই নেতাকে শান্তিপূর্ণ শোভাযাত্রা আয়োজনের কারণে কারাগারে পাঠিয়েছে স্পেন। দুঃখজনকভাবে আমরা আবারও রাজবন্দি পেলাম।”



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়