ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রাণনাশের আশঙ্কায় পদত্যাগ লেবাননের প্রধানমন্ত্রীর

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাণনাশের আশঙ্কায় পদত্যাগ লেবাননের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : নিজের প্রাণনাশের আশঙ্কায় পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘শহীদ রফিক আল-হারিকে (প্রাক্তন প্রধানমন্ত্রী ও সাদের বাবা) হত্যার আগে যে পরিবেশ ছিল আমরা এখণ সেই পরিস্থিতিতে বাস করছি। আমাকে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হচ্ছে তা আমি বুঝতে পারছি।’

বিবৃতিতে সাদ ইরানের সমালোচনা বলেন, মধ্যপ্রাচ্যের সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপের ক্ষমতা ইরান হারাচ্ছিল। লেবানন আবার আগের মতো জেগে উঠবে এবং যারা অন্যায়ভাবে এর দিকে হাত বাড়াতে তাদের হাত কেটে ফেলা হবে।

গত বছর ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে রাজনৈতিক আপোষ করেছিলেন হারিরি। এর ফলে হিজবুল্লাহর মিত্র মাইকেল আউন লেবাননের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পান। আর হারিরি হন প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে ইরান ও হিজবুল্লাহর রাজনৈতিক শত্রু সৌদি আরবে দুবার সফর করেছেন হারিরি। বৈরুতভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাদিদ জানিয়েছে, হারিরির পদত্যাগের ঘোষণা সৌদি রাজধানী রিয়াদে ধারণ ও সেখান থেকে সম্প্রচার করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৪ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়