ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪৪ নাবিক নিয়ে আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪৪ নাবিক নিয়ে আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : ৪৪জন নাবিক নিয়ে আর্জেন্টিনার সামরিক বাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। শুক্রবার আর্জেন্টিনার কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দুদিন আগে আর্জেন্টিনা সাগরের দক্ষিণ থেকে এআরএ সান জুয়ান নামের সাবমেরিনটি সর্বশেষ তার অবস্থান জানান দিয়েছিল। সাবমেরিনটির খোঁজে সাগরের ওই স্থানে জাহাজ ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি জানিয়েছেন, সাবমেরিনটি সম্ভবত যান্ত্রিক যোগাযোগ সমস্যায় পড়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যোগাযোগ ত্রুটির বিষয়টি আমরা তদন্ত করছি। যদি যোগাযোগ সংক্রান্ত কোনো ত্রুটি থাকে তাহলে এর পানির উপরিভাগে চলে আসার কথা।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়