ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ওয়াশিংটনের আকাশে পুরুষাঙ্গ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াশিংটনের আকাশে পুরুষাঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নৌবাহিনীর একজন পাইলট বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়ে আকাশে পুরুষাঙ্গ এঁকেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনের ওকানোগান এলাকার আকাশে এ কাণ্ড ঘটানো হয়েছে বলে শনিবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

বৃহস্পতিবার নৌবাহিনীর হুইডবে আইল্যান্ডে নৌবাহিনীর বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন ওই পাইলট। পরিষ্কার নীল আকাশে তিনি পুরুষাঙ্গ অংকন করেন। মধ্য ওয়াশিংটনের ওকানোগান শহরের অনেক বাসিন্দার চোখে বিষয়টি ধরা পড়ে। পরে কেউ কেউ এটা টুইটারে শেয়ার করেছেন।

স্থানীয় এক বাসিন্দা লিখেছেন, ‘সবচেয়ে আকর্ষণীয় ঘটনা ঘটেছে ওমাকে। আকাশে পুরুষাঙ্গ দেখা গেছে।’

মার্কিনী নৌবাহিনী অবশ্য পাইলটের এই কাণ্ডে মোটেই বিনোদিত হয়নি। এ ঘটনার জন্য হুইডবে আইল্যান্ডের বিমান ঘাঁটি কর্তৃপক্ষ ক্ষমাপ্রার্থণা করেছে। শাস্তি হিসেবে ওই পাইলটকে বিমান চালনার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পাইলটের কাজ পুরোপুরি অগ্রহণযোগ্য এবং নৌবাহিনী মূল্যবোধের কাছে অনৈতিক।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়