ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

থাইল্যান্ডে কারাগার থেকে ২০ উইঘুরের পলায়ন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাইল্যান্ডে কারাগার থেকে ২০ উইঘুরের পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের জেল থেকে পালিয়েছে চীনের উইঘুর উপজাতির ২০ ব্যক্তি। থাই কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি জানিয়েছে, দক্ষিণের প্রদেশ সংখালাতে এ ঘটনা ঘটেছে।

২০১৪ সালে থাইল্যান্ডে অবৈধভাবে বাস করা দুই শতাধিক উইঘুরকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষের নিপীড়ন থেকে রেহাই পেতে জিনজিয়াং থেকে তারা পালিয়ে এসেছিলেন বলে দাবি করেছিলেন। তবে চীন তাদের এই অভিযোগ অস্বীকার করেছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার সীমান্তবর্তী কারাগারে থাকা ২৫ বন্দী ভাঙ্গা টাইলসের টুকরা দিয়ে তাদের সেলের মেঝে খনন করেছিল। পরে তারা কম্বল ব্যবহার করে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, এখনও ২০ জন পলাতক রয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে তাদের পালিয়ে যাওয়ার শব্দ চাপা পড়ে গিয়েছিল।’ সীমান্তের চেক পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়