ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইউরোপিয়ান লিগে রিয়ালের হয়ে রোনালদোর মাইলফলক

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ২২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোপিয়ান লিগে রিয়ালের হয়ে রোনালদোর মাইলফলক

ক্রীড়া ডেস্ক: গোলখরা কাটিয়ে স্বরূপে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যাপায়েল নিকোশিয়ার বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের জার্সিতে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন পর্তুগিজ সুপারস্টার।

ইউরোপিয়ান লিগে রোনালদো শত গোলের মাইলফলক ছাড়িয়েছেন আগেই। এবার শুধু রিয়াল মাদ্রিদের জার্সিতে ইউরোপিয়ান লিগে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সিআরসেভেন। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল সংখ্যা ৯৮টি। বাকি দুটি গোল উয়েফা সুপার কাপের ম্যাচে করেছেন তিনি।

স্প্যানিশ লা লিগায় আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হারানোর মধ্য দিয়ে স্প্যানিশ লিগে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান তৈরি হয়েছে ১০ পয়েন্টের। তবে চ্যাম্পিয়নস লিগে অ্যাপোয়েলের বিপক্ষে রোনালদো গোলখরা কাটানোয় আবারও লিগে রিয়ালের ছন্দে ফেরার স্বপ্ন দেখছে দলটির ভক্তরা।

অ্যাপোয়েলের বিপক্ষে গোল পাওয়ার মধ্য দিয়ে আর একটি রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন রোনালদো। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন রিয়াল মাদ্রিদ তারকা। চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচে গোল পেলে ২০১২-১৩ মৌসুমে বুরাক ইমাজের করা চ্যাম্পিয়নস লিগে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে ভাগ বসাবেন রোনালদো।



রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়