ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দুটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুটি বিলে সম্মতি দিয়েছেন। দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে বিল দুটি পাস হয়।

বুধবার জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিল দুটি হচ্ছে- বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট বিল ২০১৭ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল ২০১৭।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর সংসদে বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট বিল ২০১৭ পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন ও প্রসারে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ১৫ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি সংসদে উত্থাপন করেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়