ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সৌদি প্রিন্সকে ‘নাবালক’ বলল ইরান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি প্রিন্সকে ‘নাবালক’ বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ‘নাবালক’ বলেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘মধ্যপ্রাচ্যের হিটলার’ অ্যাখ্যা দেওয়ার প্রতিক্রিয়ায় শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে খামেনিকে ‘নতুন হিটলার’ বলেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স।খামেনিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ‘ইউরোপের ঘটনা থেকে আমরা শিখেছি, মীমাংসার নীতি কাজ করে না। ইউরোপে যা ঘটে গেছে, আমরা চাই না ইরানের নতুন হিটলার মধ্যপ্রাচ্যে তার পুনরাবৃত্তি ঘটাক ।’

ক্রাউন প্রিন্সের এই বক্তব্যকে ‘হটকারী’ অ্যাখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ‘তার আচরণ শিশুসুলভ, অবিবেচকের মতো; মন্তব্য ভিত্তিহীন। গত কয়েক বছরে এই অঞ্চলের একনায়কদের কি পরিণতি হয়েছে তাকে সে বিষয়ে চিন্তা করতে জোর পরামর্শ দিচ্ছি।’

দুই বছর আগে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মোহাম্মদ বিন সালমান। ক্রাউন প্রিন্স হওয়ার পর তিনি ইরানকে কোণঠাসা করতে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন প্রিন্স।



রাইজিংবিডি/ঢাকা/২৫ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়