ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ক্রেমলিন ও হোয়াইট হাউজ পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কোরীয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্র ইস্যুসহ বেশ কয়েকটি সংকটপূর্ণ এলাকা নিয়ে কথা বলেছেন দুই নেতা ।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সংকট নিয়ে আলোচনায় গত সপ্তাহে সুর অনেকটা নরম করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

পৃথক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, উত্তর কোরিয়ার বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন অর্থনীতি নিয়ে ইতিবাচক মন্তব্য করায় ট্রাম্প রুশ প্রেসিডেন্টের প্রশংসা করেছেন বলেও এতে বলা হয়েছে।

হোয়াইট হাউজ বলেছে, ‘বার্ষিক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের শক্তিশালি অর্থনৈতিক অগ্রগতির কথা স্বীকার করে নেওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প।’

বুধবার সংবাদ সম্মেলনে পুতিন বলেছিলেন, ‘বাজারের প্রতিক্রিয়া দেখুন, বাজার বিস্তৃত হচ্ছে।এ্টা আমেরিকার অর্থনীতির ওপর আস্থাকে দেখাচ্ছে।ট্রাম্পের বিরোধীদের প্রতি সম্মান রেখে বলছি, এগুলো হচ্ছে উদ্দেশ্যমূলক বিষয়।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়