ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার গাজী গোলাম ফেরদৌস জানান, ঈশ্বরদী স্টেশন থেকে সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পাওয়ায় বাইপাস স্টেশনের আপ-লাইন পয়েন্ট অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও আটকে পড়ে।

এদিকে, ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির পর রাজশাহী হতে ছেড়ে আসা খুলনা ও গোয়ালন্দ ঘাটগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ও সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ট্রেন চলাচল বন্ধ রয়েছে রাজশাহী-খুলনা রুটে।

বেলা ১১টা পর্যন্ত লাইনচ্যুত ইঞ্জিনটি উঠানোর জন্য কাজ চলছে বলে জানান ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার।



রাইজিংবিডি/পাবনা/৭ জানুয়ারি ২০১৮/শাহীন রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়