ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইরান-ইরাক সীমান্তে ছয় দফা ভূমিকম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরান-ইরাক সীমান্তে ছয় দফা ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইরাক সীমান্তে একই দিনে ছয় দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। এগুলোর মাত্রা কমপক্ষে পাঁচ ছিল। স্থানীয় সময় সকাল ১০টার দিকে মাত্র আধা ঘন্টার মধ্যে ভূমিকম্পগুলো আঘাত হানে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইরাকের মানদালি শহরের কাছে পাঁচটি ভূমিকম্প আঘাত হেনেছে। আর একটি আঘাত হেনেছে পশ্চিম ইরানের মেহরান শহরের কাছে। মাত্র আধা ঘন্টা সময়ের ব্যবধানে এই ভূমিকম্পগুলো আঘাত হানে। ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ১০ কিলোমিটার গভীরে।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ভূমিকম্পের সময় লোকজন্ আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসে। ইরাকের রাজধানী বাগদাদেও কম্পন অনুভূত হয়েছে।

এক স্থানীয় কর্মকর্তা বলেছেন, ‘ইলাম ও কেরামানশাহ প্রদেশের মধ্যবর্তী সুমার শহরে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরাকের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে একই অঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় ইরানে ৫৩০ জন ও ইরাকে ৯ জন নিহত হয়।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়