ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কঙ্গোতে বন্যায় ৪৫ জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কঙ্গোতে বন্যায় ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের টানা বর্ষণে আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। স্থানীয় রেডক্রসের বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত ৩ জানুয়ারি থেকে কঙ্গোতে টানা বৃষ্টিপাত শুরু হয়। রোববার পর্যন্ত বৃষ্টিতে রাজধানী কিনশাসার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও দেয়াল ধসে পড়েছে আবার কোথায় ভূমিধস দেখা দিয়েছে।

কিনশাসার বাসিন্দা টিশিমস বাদিবাঙ্গা বলেন, ‘আজ আমরা অত্যন্ত মর্মাহত। বৃষ্টির কারণে আমার বোন তার পাঁচ সন্তানকে হারিয়েছে।’

বন্যাক্রান্ত ইভারিস্তি কাজাদি বলেন, ‘কেবলমাত্র কয়েকটি চেয়ার বাকী আছে। সব ডুবে গেছে। আমি বাড়িতে না থাকলে আমার সন্তানদের হারাতে হতো।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়