ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

এস আলম স্টিলের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ১২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এস আলম স্টিলের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ২০১৭ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।

শুক্রবার সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু বেভিউর মেজবান হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ওসমান গনি, আইসিবি নমিনি পরিচালক মোহাম্মদ শাহা জাহান, পরিচালক হালিমা বেগম, নন শেয়ার হোল্ডার ইন্ডিপেনডেন্ট পরিচালক মোহাম্মদ ইসহাক ও মনোতোষ চন্দ্র রায়, নির্বাহী পরিচালক (অর্থ) সুব্রত কুমার ভৌমিক, কোম্পানি সচিব গোলাম মোহাম্মদ, শিমুল নন্দী। এ ছাড়া কোম্পানির বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার এই সাধারণ সভায় অংশ নেন।

সভায় জানানো হয়, ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোম্পানির নিট বিক্রি ২ হাজার ৪৫১ মিলিয়ন টাকা। করপরবর্তী মুনাফা ১০৬ দশমিক ২ মিলিয়ন টাকা, ইপিএস ১ দশমিক ১১ টাকা। সার্বিক মুনাফা পর্যালোচনায় সর্বসম্মতিক্রমে কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ জানুয়ারি ২০১৮/রেজাউল করিম/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়