ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চীনের উপকূলে ইরানের তেলবাহী ট্যাংকারটি ডুবেই গেল

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনের উপকূলে ইরানের তেলবাহী ট্যাংকারটি ডুবেই গেল

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীন সাগর উপকূলে সংঘর্ষের পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত ডুবেই গেল ইরানের তেলবাহী ট্যাংকারটি।

চীনা গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

৬ জানুয়ারি চীনের সাংহাই উপকূল থেকে ২৬০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী চীনা জাহাজের সঙ্গে সানচি নামে ইরানের তেলবাহী ট্যাংকারের সংঘর্ঘ হয়। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। সেই থেকে ট্যাংকারটি জ্বলছিল।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তেলবাহী ট্যাংকারে থাকা ৩২ জন নাবিকের সবাই নিহত হয়েছেন। এর মধ্যে দুজন বাংলাদেশি ও ৩০ জন ইরানি।

ট্যাংকারে ১ লাখ ৩৬ হাজার টন আল্ট্রা-লাইট ক্রুড অয়েল ছিল। এটি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাওয়ার পথে সংঘর্ষের মুখে পড়ে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়