ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাশ্মীর ইস্যুর রাজনৈতিক সমাধান চান ভারতীয় সেনাপ্রধান

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীর ইস্যুর রাজনৈতিক সমাধান চান ভারতীয় সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শাসিত কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক সমাধান চেয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

জেনারেল রাওয়াত বলেন, জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে সামরিক অভিযানের পাশাপাশি সমানতালে রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।

ভারতীয় সেনাপ্রধানের একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক খবরে এ তথ্য জানানো হয়েছে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধপূর্ণ হিমালয় অঞ্চলে পাকিস্তানের ‘সীমান্ত সন্ত্রাস’ বন্ধ করতে এবং পাকিস্তানকে চাপে রাখতে সামরিক আক্রমণের ওপর জোর দিয়েছেন জেনারেল রাওয়াত।   

তিনি বলেন, ওই অঞ্চলে সেনাবাহিনী দিনের পর দিন একই লড়াই করতে পারে না এবং ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবশ্যই নতুন কৌশল ও কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে।

পাকিস্তানের ওপর চাপ বাড়াতে কোনো কৌশল আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আপনি একই অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারেন না। আপনাকে ক্রমাগত চিন্তা করতে হবে এবং সামনের গিকে এগোতে হবে। ওই এলাকাগুলোতে অভিযান চালাতে আপনার তত্ত্ব, ধারণা ও আচরণ প্রতিনিয়ত পরিবর্তন করতে হবে।’

ওই প্রতিবেদনে বলা হয়েছে, তার সাক্ষাৎকারে পরিষ্কার দেখা গেছে যে, সামরিক অভিযানের মাধ্যমে ক্রমাগত চাপ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জেনারেল রাওয়াত।

এর আগে বৃহস্পতিবার জেনারেল রাওয়াতের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় পরমাণু হামলার হুমকি দেয় পাকিস্তান।

তথ্যসূত্র : ডন অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/এসএন/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়