ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ট্রাম্পের উক্তিকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ বললো উত্তর কোরিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের উক্তিকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ বললো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উক্তিকে ‘পাগলের খিঁচুনি’ ও ‘পাগলা কুকুরের ঘেউ ঘেউ’ বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট কিম জং উনের চেয়ে বড় পারমাণবিক বোমার বোতাম তার টেবিলে রয়েছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন সেদিকে  ইঙ্গিত করেই উত্তর কোরিয়ার সরকারি দৈনিক রডং সিনমুম মঙ্গলবার এ মন্তব্য করেছে।

২ জানুয়ারি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘পারমাণবিক বোমার বোতাম আমার টেবিলেই আছে।’ এর জবাবে পরের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছিলেন,‘আমারও পারমাণবিক অস্ত্রের বোতাম আছে, তবে এটা তারচেয়ে শক্তিশালী ও বড় এবং আমার বোতাম কাজ করে!’

রডং সিনমুমে লেখা মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিপিআরকে’র (উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম) জনগণ ও  সেনাবাহিনীর ভয়াবহ অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ ট্রাম্পের খিঁচুনি নতুন বছরে তার হতাশ মানসিকতার প্রতিফলন।’ 

এতে আরো বলা হয়েছে, তিনি স্রেফ ধাপ্পা দিচ্ছেন শুধু তার মানসিক বিকারগ্রস্ততা দেখাতে।’

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের এই তপ্ত বাকযুদ্ধ নতুন কিছু নয়। এর আগে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে ‘লিটল রকেটম্যান’ বলে মন্তব্য করেছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়