ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘৭ মার্চের ভাষণ ও আত্মসমর্পণের স্থান চিহ্নিত হয়েছে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৩০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘৭ মার্চের ভাষণ ও আত্মসমর্পণের স্থান চিহ্নিত হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্থান ও পাকিস্তানি বাহিনী সোহরাওয়ার্দি উদ্যানের যে স্থানে আত্মসমর্পণ করেছে, সেই স্থানদ্বয় চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘ইতিহাসের ওই সকল স্থান নষ্ট করে ফেলা হয়েছিলো। আমরা তা চিহ্নিত করেছি। যা এখন থেকে সংরক্ষিত থাকবে।

মঙ্গলবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) আয়োজিত আইইবি কনভেনশন সেন্টারের ডিজাইন ও মডেল প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দি উদ্যানে গাড়ি পার্কিং ও আরো কিছু কাজ করা হবে। এর জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।’

তিনি বলেন, ‘রমনা পার্ক ও সোহরাওয়ার্দি উদ্যান এক করা যায় কিনা তা চিন্তা করছি। রমনা পার্ককে আরো নান্দনিক করার কথাও জানান মন্ত্রী।’

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থান এখন থেকে ২০ তলা করা হবে- এমন কথা জানিয়ে তিনি বলেন, ‘গণপূর্তের সকল বিল্ডিং ২০ তলা করা হবে। এছাড়া আজিমপুরে ১০ হাজার সরকারি কর্মকর্তার থাকার ব্যবস্থা করা হবে।’

পূর্বাচলে ৫ থেকে ১০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ওইখানে আইকনিক টাওয়ার করার জন্য টেন্ডার হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন, ‘প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি কাজী গোলাম নাসির, আইইবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সুনির্মল মণ্ডল।




রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৮/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়