ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেরালায় শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেরালায় শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কোচিনে শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন ১১ জন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে ডকে রাখা সাগর ভুষণ নামের একটি জাহাজ থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। মেরামতের জন্য জাহাজটি কোচিন শিপইয়ার্ডে এনে রাখা হয়েছিল। জাহাজটিতে প্রায় ২০ জন লোক কাজ করছিল। জাহাজের তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিস্ফোরণের সময় যারা কাজ করছিলেন তারা সবাই দৈনিক ও চুক্তিভিত্তিক শ্রমিক। মঙ্গলবার সরকারি ছুটি থাকায় শিপইয়ার্ডের নিজস্ব কোনো শ্রমিক সেখানে ছিল না। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণ কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী নিতিন গড়কড়ি।

পুলিশ জানিয়েছে, শিপইয়ার্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়