ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বহাল থাকছে অ্যাসাঞ্জের গ্রেপ্তারি পরোয়ানা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বহাল থাকছে অ্যাসাঞ্জের গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে ব্রিটেনের একটি আদালত। মঙ্গলবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ জেলা জজ এমা আরবাথনট এ রায় দিয়েছেন।

জনস্বার্থে অ্যাসাঞ্জকে জামিন দেওয়া প্রয়োজন বলে আদালতে তার আইনজীবীরা যে যুক্তি দেখিয়েছেন তার সঙ্গে একমত নন বলে জানিয়েছেন বিচারক এমা।

তিনি বলেছেন, ‘যদিও কয়েক বছর ধরে অ্যাসাঞ্জ তার চলাচলের স্বাধীনতায় নিজেই বিধিনিষেধ আরোপ করেছেন তারপরেও আমি মনে করি তার কাজের জন্য গ্রেপ্তারই উপযুক্ত জবাব।’

বিচারক বলেন, ‘দেশের ভেতরে থেকে জামিন এদিক-সেদিক করা আসামি এবং নির্বাসনের মুখে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির আদালতে এসে তাদের কর্মের পরিণতির মুখোমুখি হওয়া উচিৎ। তার একই জিনিস করার মতো সাহস থাকা উচিৎ। এটি অব্যাহত রাখা সুনিশ্চিতভাবে জনস্বার্থ বিরোধী নয়।’

অ্যাসাঞ্জের সমালোচনা করে এমা বলেন, ‘মনে হচ্ছে তিনি নিজেকে সাধারণ আইনের ঊর্ধ্বে বিবেচনা করেন এবং বিচার যেন তার পক্ষে যায় সেটাই চান।’

সুইডেনে দায়ের করা একটি ধর্ষণ মামলার বিচার এড়াতে যুক্তরাজ্যে করা জামিন আবেদনের শর্তাবলী লঙ্ঘন করে অ্যাসাঞ্জ ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। অবশ্য গত বছর সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নেয়। তবে জামিনের শর্ত ভাঙার দায়ে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা বহাল রেখেছে ব্রিটেনের আদালত।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়