ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরানের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইয়াসুজ শহরের কাছে ৬৬ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির খোঁজ পাওয়া গেছে। দ্বিতীয় দিনের মতো অনুসন্ধানের পর সোমবার এ ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

ইরানের কুহকিলোয়ি-বুয়ের আহমাদ প্রদেশের গভর্নর জাফর গোহারগানি উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে ইরানের সিভিল এভিয়েশন জানিয়েছে, তারা ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন এবং ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভিও খবরটি নিশ্চিত করতে পারেনি।

অভ্যন্তরীণ রুটে চলাচলকারী অসেমান এয়ারলাইন্সের উড়োজাহাজটি রোববার সকাল ৮টায় রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাচ্ছিল। তবে গন্তব্যের ২০ কিলোমিটার আগেই এটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের ৫০ মিনিট পর রাডার থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হেলিকপ্টারে করে উদ্ধারকর্মীদের পাঠানো হলেও ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছিল।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়