ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তামিলনাড়ুতে দাবানলে আটকা পড়ে ৯ অভিযাত্রীর মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিলনাড়ুতে দাবানলে আটকা পড়ে ৯ অভিযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে ট্রেকিং করে ফেরার পথে দাবানলের আগুনে আটকে পড়া ৯ অভিযানকারী মারা গিয়েছেন। থেনি জেলার ওই ঘটনায় আরো ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার থেনির জেলাশাসক এম পল্লবী বলদেব এ খবর জানিয়েছেন।

হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত তিন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজ চাল্লাচ্ছে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার।

প্রশাসনিক সূত্র জানিয়েছে, দক্ষিণ তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গনি পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিল একটি দল। নারী দিবস উপলক্ষ্যে চেন্নাইয়ের একটি ট্রেকিং ক্লাব এই ট্রেকিংয়ের আয়োজন করেছিল। ৩৯ জনের দলটিতে ২৫ জন নারী ছিলেন। রোববার ফেরার পথে দাবানলের কবলে পড়ে দলটি। তখনই দলের এক সদস্য নিজের বাড়িতে ফোনে খবর দেন। তার বাবা দ্রুত বন বিভাগকে জানান বিপদের কথা।

আটকে পড়া শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করতে মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেন। সীতারামনের নির্দেশে বিমানবাহিনীর সাদার্ন কমান্ড আটকে পড়া অভিযাত্রী দলটিকে উদ্ধারের কাজ শুরু করে। বিমানবাহিনী থেনি জেলা প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলছে বলেও টুইট করে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।

সূত্র : আনন্দবাজার




রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়