ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুখী দেশের তালিকায় পিছিয়েছে বাংলাদেশ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুখী দেশের তালিকায় পিছিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত বছর তালিকায় ১১০ তম অবস্থানে থাকা বাংলাদেশ এবার ১১৫ তম অবস্থানে নেমে এসেছে।

বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮’ শিরোণামে প্রতিবেদনটি প্রকাশ করেছে। আগামী ২০ মার্চ বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে এ প্রতিবেদনটি প্রকাশ করা হলো।

তালিকায় স্থান পেয়েছে মোট ১৫৬টি দেশ। মাথা পিছু মোট দেশজ উৎপাদন, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে।

গত বছর তালিকায় প্রথম অবস্থানে থাকা নরওয়েকে সরিয়ে পাঁচে থাকা ফিনল্যান্ড শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে। তালিকার প্রথম পাঁচটি দেশটি নরডিক অঞ্চলের। ফিনল্যান্ডের পরে রয়েছে নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস।

গত বছর তালিকায় ১৪তম অবস্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র চার ধাপ পিছিয়েছে। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি অসুখীর মাত্রাটা বেড়েছে দেশটিতে।

সুখী দেশের তালিকায় ভারত পিছিয়ে ১১ ধাপ। গতবার ১২২-এ থাকা ভারত এবার ১৩৩তম অবস্থানে রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়