ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে উল্টো সুর দুতের্তের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ১৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ইস্যুতে উল্টো সুর দুতের্তের

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের মধ্যেই রোহিঙ্গা ইস্যুতে উল্টো সুর ধরলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে বলে গত সপ্তাহে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা প্রত্যাহার করে মিয়ানমার নেত্রি অং সান সু  চির কাছে শুক্রবার ক্ষমা প্রার্থণা করেছেন দুতের্তে।

গত বৃহস্পতিবার দুতের্তে এক বক্তৃতায় রোহিঙ্গাদের জন্য সমবেদনা প্রকাশ করে বলেছিলেন, ‘সত্যিই সেখানকার মানুষদের জন্য আমার দুঃখ হয়। আমি শরণার্থী নিতে চাই। রোহিঙ্গাদের, হ্যাঁ। আমি তাদেরকে সাহায্য করব। তবে আমাদেরকে ইউরোপের সঙ্গে তাদেরকে ভাগ করে নিতে হবে।’ মিয়ানমারের সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘তারা এমনকি রোহিঙ্গা সমস্যা সমাধান করতে অপারগ। আর তাই গণহত্যা ঘটছে।’

মিয়ানমার কর্তৃপক্ষ দুতের্তে এই দাবি ওই সময় নাকচ করে দিয়ে বলেছিল, ‘ফিলিপাইনের প্রেসিডেন্টের বক্তব্যে বাস্তবতার প্রতিফলন নেই। তিনি মিয়ানমার সম্পর্কে কিছুই জানেন না।’

শুক্রবার দুতের্তে সংবাদ সম্মেলনে সু চির কাছে তার আগের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থণা করে বলেন, ‘আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তবে আপনি যদি আমার বক্তব্যের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা পুরোপুরিই ব্যাঙ্গাত্মক। আমি আপনাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে প্রস্তুত নই।’

প্রসঙ্গত, ফিলিপাইন ও মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য। আর এই সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো সদস্য দেশ অপর কোনো সদস্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।



রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়