ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে জঙ্গি সংগঠনের ৭ সদস্য গ্রেপ্তার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে জঙ্গি সংগঠনের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সহযোগী ‘দ্বিন ফর এক্সট্রিম’ জঙ্গি সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি পুরাতন বিমান অফিস গলির নাসিমন ভবন জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তারের পর রাতে স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ইসলামী বই ও তিনটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল। শনিবার দুপুরে এই গ্রেপ্তারের বিষয়টি জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহিউদ্দিন তামিম, আফজাল ইমরান, দাউদ নবী পলাশ, চৌধুরী মোহাম্মদ রিদোয়ান, মোহাম্মদ ফারুক, এম এম দেওয়ান জাফর ও মুনতাসির রহমান।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দ্বিন ফর এক্সট্রিম’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের তৎপরতার বিষয়ে অভিহিত হয়ে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পুরাতন বিমান অফিস গলির আনন্দবাগ থেকে নাশকতার তৎপরায় জড়ো হওয়া তাদের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে রাতে তাদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৪১টি জিহাদি বই, জঙ্গি তৎপরতার তথ্যসহ দুটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ এপ্রিল ২০১৮/রেজাউল করিম/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়