ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পর্নগ্রাফি শেয়ার করায় ৩২ মার্কিন দূতাবাস কর্মী বরখাস্ত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্নগ্রাফি শেয়ার করায় ৩২ মার্কিন দূতাবাস কর্মী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : পর্নগ্রাফি ভিডিও ও ছবি শেয়ার করায় কম্বোডিয়ায় মার্কিন দূতাবাসের ৩২ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সম্প্রতি ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে দূতাবাসের কর্মীরা পর্নগ্রাফি ভিডিও ও ছবি শেয়ার করা হয়। এগুলোর মধ্যে বেশ কয়েকটি ছবি দেখে ফেলেন দূতাবাসের এক কর্মীর স্ত্রী। তিনি দূতাবাসের
কাছে এ বিষয়ে অভিযোগ করেন। পরে দূতাবাস বিষয়টি এফবিআইকে জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের এক কর্মী বলেছেন, ‘তাদের পরিচয়পত্র নিয়ে নেওয়া হয়েছে এবং এদের মধ্যে কয়েকজনের ফোন তল্লাশি করা হয়।

তিনি জানান, এই ৩২ কর্মীর মধ্যে কম্বোডিয়া ও কম্বোডিয়া-আমেরিকান নাগরিক রয়েছেন। এদের অধিকাংশই নিরাপত্তা রক্ষী এবং কয়েকজন দাপ্তরিক কর্মী। এদের মধ্যে কোনো কূটনীতিক নেই।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়