ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালিতে শান্তিরক্ষীর বেশে আত্মঘাতী হামলা, নিহত ১

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালিতে শান্তিরক্ষীর বেশে আত্মঘাতী হামলা, নিহত ১

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষীর বেশে আত্মঘাতী হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে মালির উত্তরে তিম্বুকতু শহরে এ হামলার ঘটনা ঘটে।

মালিতে শান্তিরক্ষী মিশন মিনুসমা জানিয়েছে, হামলাকারীরা হামলার পর শান্তিরক্ষীদের সাথে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় রকেট বোমা ছোঁড়া হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এক টুইটার বার্তায় মিনুসমা বলেছে, ‘মিনুসমা তার তিম্বুকতু ক্যাম্পে একটি জটিল হামলার খবর নিশ্চিত করছে। হামলার সময় মর্টার শেল, গোলাগুলি, যানবাহন বোমা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে নীল হেলমেট পরিহিত এক ব্যক্তি নিহত হয়েছেন।’

মালি সরকারের মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা জাতিসংঘ শান্তিরক্ষীর বেশে এসেছিল। এখনো কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

গত ফেব্রুয়ারিতে মালিতে পুঁতে রাখা বোমায় গাড়ি বিস্ফোরণ হয়ে চার শান্তিরক্ষী নিহত হন। আহত হন আরো চারজন। তারা সবাই বাংলাদেশি ছিলেন।

নিহতরা ছিলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), ল্যান্স কর্পোরাল আকতার (ময়মনসিংহ), সৈনিক রায়হান (পাবনা) ও সৈনিক জামাল (চাঁপাইনবাবগঞ্জ)।

আহতরা ছিলেন- কর্পোরাল রাসেল (নওগাঁ), সৈনিক আকরাম (রাজবাড়ী), সৈনিক নিউটন (যশোর) ও সৈনিক রাশেদ (কুড়িগ্রাম)।

তথ্য : আল জাজিরা



রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়