ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ধসে পড়েছে শতাধিক বাড়ি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ধসে পড়েছে শতাধিক বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় স্বল্পমাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে শতাধিক দুর্বল কাঠামোর বাড়ি। এর ফলে গৃহহীন হয়ে পড়েছে দুই হাজারের বেশি মানুষ। স্থানীয় সময় বুধবার গভীর রাতে জাভা প্রদেশের বানজারনেগারাতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি।

জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, বাড়িঘর ধসে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। লোকজনকে তাদের বাড়ি থেকে সরিয়ে সাময়িক আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানার ঘটনা ঘটে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়