ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফ্রান্সের দেওয়া সম্মাননা ফিরিয়ে দিয়েছেন আসাদ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সের দেওয়া সম্মাননা ফিরিয়ে দিয়েছেন আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পক্ষ থেকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা ‘লিজান ডিঅনার’ফেরত দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ । বৃহস্পতিবার এই পদক ফেরত দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ‘আমেরিকার গোলামের দেওয়া সম্মাননা পরবেন না প্রেসিডেন্ট বাশার আসাদ।’

এর একদিন আগে ফ্রান্স বলেছিল, আসাদকে দেওয়া পদক ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় যোগ দেয়। আর এ কারণেই ফ্রান্সের ওপর ক্ষুব্ধ হয়েছেন আসাদ।

২০০১ সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় আসেন আসাদ। এরপরই ফ্রান্সের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছিল।

বিবিসি জানিয়েছে, দামেস্কে রোমানিয়ার দূতাবাসের মাধ্যমে ফ্রান্সের কাছে এই পদক ফেরত দেওয়া হয়। সিরিয়ায় ফ্রান্সের স্বার্থ দেখাশুনা করে রোমানিয়ার দূতাবাস।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট বাশার আসাদকে  ফ্রান্স যে লিজান ডিঅনার সম্মাননা দিয়েছিল তা ফেরত দেওয়া হয়েছে।’

এতে বলা হয়েছে, ‘একটি দাস ও সন্ত্রাসীদের মদদদাতা যুক্তরাষ্ট্রের অনুসারী  দেশের দেওয়া পুরস্কার প্রেসিডেন্ট আসাদের কাছে থাকা মোটেই সম্মানজনক নয়।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়