ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কমনওয়েলথ সম্মেলন

বাণিজ্য-বিনিয়োগ সংযোগ বৃদ্ধিতে ৬ দফা এজেন্ডা

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য-বিনিয়োগ সংযোগ বৃদ্ধিতে ৬ দফা এজেন্ডা

আন্তর্জাতিক ডেস্ক : কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) নেতৃবৃন্দ প্রবৃদ্ধি ঝুঁকি মোকাবেলায় বহুমুখী বাণিজ্য ব্যবস্থার প্রতি তাদের জোর সমর্থন জানিয়েছেন।

এছাড়া নেতৃবৃন্দ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংযোগ বাড়াতে ছয়দফা যোগাযোগ এজেন্ডা গ্রহণ করেছেন।লন্ডনে শুক্রবার কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের সমাপনী দিবসে যৌথ ঘোষণার মাধ্যমে এই ছয়দফা এজেন্ডা গ্রহণ করা হয়।

ঘোষণায় বলা হয়, বাণিজ্য ও বিনিয়োগের জন্য কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার মাধ্যমে এই লক্ষ্য অর্জিত হবে। কমনওয়েলথ দেশগুলোর জন্য একটি ফোরাম গঠনের মাধ্যমে কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডা ও সুযোগ-সুবিধা ত্বরান্বিত করবে।

নেতৃবৃন্দ ২০৩০ সাল নাগাদ আন্তঃকমনওয়েলথ বাণিজ্য দুই ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি এবং আন্তঃকমনওয়েলথ বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নিজেদের মধ্যে অঙ্গীকার করেছেন।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার ঘোষণা ৫৩টি সদস্য দেশের সবগুলোর কমনওয়েলথ সুযোগ-সুবিধা বৃদ্ধির সুফল নিশ্চিতে আমাদের অঙ্গীকার আরো জোরদার করবে।

যৌথ ঘোষণার ছয় দফা হচ্ছে-
১)বাণিজ্য সুবিধাকে গুরুত্ব দিয়ে ভৌত যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য তথ্য বিষয়ে সর্বোচ্চ অনুশীলন।

২) জাতীয় ডিজিটাল অর্থনীতির উন্নয়ন সমর্থন, নিয়ন্ত্রণ অবকাঠামোর উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামোর সর্বোচ্চ অনুশীলন সমর্থিত ডিজিটাল যোগাযোগ।

৩) কমনওয়েলথ দেশগুলোর মধ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমঝোতার উন্নয়ন, ভাল নিয়ন্ত্রণ অনুশীলনের উন্নয়ন ও পারস্পরিক অনুমোদন বিষয়ে গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণমূলক যোগাযোগ,

৪) কমনওয়েলথ ব্যবসার পাশাপাশি সরকারি ও বেসরকারি সেক্টরের মধ্যে বৃহত্তর সংযোগ সমর্থিত বিজনেস টু বিজনেস যোগাযোগ।

৫) বৈশ্বিক গুরুত্বের ভিত্তিতে সকল সদস্য দেশের অংশগ্রহণ উৎসাহিত করতে সহজ ও কার্যকর যোগাযোগ গড়ে তোলা।

৬) সকলকে মূল ধারায় নিয়ে আসতে নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাণিজ্য।

কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার বাস্তবায়নে কমনওয়েলথ দেশগুলোর সিনিয়র বাণিজ্য কর্মকর্তারা আগামী জুনে এক বৈঠকে মিলিত হবেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৮/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়