ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

উনের বৈঠকের খাবার নিয়ে জাপানের অভিযোগ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উনের বৈঠকের খাবার নিয়ে জাপানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলনে একটি ফল ও মিষ্টি জাতীয় খাবারের পরিবশনা নিয়ে অভিযোগ করেছে জাপান। বুধবার জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ের বৈঠক হওয়ার কথা। ঐতিহাসিক এই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের জন্য যে খাবারের মেন্যু বাছাই করা হয়েছে তা বেশ সতর্কতার সঙ্গে করা হয়েছে। এতে দুই কোরিয়ারই খাবারের পদ রাখা হয়েছে।

নৈশভোজের পর যে মিষ্টান্ন ও ফলমূল জাতীয় খাবারের পদ রাখা হয়েছে তাতে একটি আমের তৈরি খাবারও রাখা হয়েছে। ওই খাবারের ওপর কোরীয় উপদ্বীপের একটি মানচিত্র এঁকে দেওয়া হয়েছে। এমনকি সম্মেলনের চেয়ারের পেছনেও এই মানচিত্র আঁকা হয়েছে। ওই মানচিত্রে দুটি বিতর্কিত দ্বীপের ছবিও রয়েছে। ওই দ্বীপ দুটির মালিকানা জাপান দাবি করে আসছে। তবে বর্তমানে এগুলো দক্ষিণ কোরিয়ার দখলে রয়েছে।

ওই দ্বীপ দুটিকে কোরীয়রা দোকদো আর জাপানিরা তাকেশিমা বলে ডাকে।



 রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়