ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

তাহলে এই কারণে উ. কোরিয়ার পরমাণু কর্মসূচি বর্জন!

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাহলে এই কারণে উ. কোরিয়ার পরমাণু কর্মসূচি বর্জন!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার একটি পরমাণু কেন্দ্র ভেঙে পড়েছে। এর ফলে দেশটির বড় একটি অংশ জুড়ে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ চীনেও এই তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে।

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) নামের একটি সংবাদপত্রের প্রতিবেদনে বুধবার এ কথা জানানো হয়েছে।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের ওই প্রতিবেদনে এক গবেষকের বরাত দিয়ে বলা হয়, চীনের সীমান্তবর্তী উত্তর কোরিয়ার পাঙগি-রিতে উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্র ভেঙে পড়েছে। আর এই কারণেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তিনি এক ঢিলে দুই পাখি মেরেছেন।

পত্রিকাটি জানায়, পরমাণু পরীক্ষাকেন্দ্রটি এমন অবস্থায় পৌঁছেছে যে, এটি আর সংস্কার করা যাবে না।

গত শুক্রবার পরমাণু কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে উত্তর করিয়ার নেতা কিম জং উনের বৈঠককে সামনে রেখে এ ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার সকালে মুন জায়ে-ইনের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন কিম জং উন। আর মে মাসে হবে ট্রাম্পের সঙ্গে উনের বৈঠক।

তথ্য : আল জাজিরা




রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়