ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবেন ট্রাম্প’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবেন ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তিনি সম্ভবত ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পারমাণবিক চুক্তিতে ট্রাম্পকে রাখতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প সম্ভবত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবেন।

বুধবার তিনদিনের যুক্তরাষ্ট্র  সফরের শেষ পর্যায়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

ম্যাক্রন বলেন, ‘আমার দৃষ্টিতে, আমি জানি না মার্কিন প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নেবেন। তবে তিনি সম্ভবত অভ্যন্তরীণ কিছু কারণে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবেন।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে ছয় জাতির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তি হয়। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া চুক্তিটি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করার বিষয়ে কথা বলেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়