ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরানের ওপর আসবে ‘অভূতপূর্ব অবরোধ’ : যুক্তরাষ্ট্র

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের ওপর আসবে ‘অভূতপূর্ব অবরোধ’ : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ওপর ‘অভূতপূর্ব অবরোধ’ আরোপের ঘোষণা দিয়েছেন।

সোমবার পম্পেও বলেন, ‘ইরানের ওপর ২০১৫ সালের চুক্তির আগে বলবৎ অবরোধ পুনরায় আরোপ করা হবে। পাশাপাশি নতুন পদক্ষেপ নিয়ে ইরান শাসকদের ওপর অভূতপূর্ব অর্থনৈতিক চাপ দেওয়া হবে।’

পম্পেও জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পরমাণুবিষয়ক নতুন চুক্তি করবে, যদি ইরান সিরিয়া থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয় এবং ইয়েমেনে বিদ্রোহীদের সমর্থন করা বন্ধ করে।

উল্লেখ্য, ইরানের ওপর প্রাক্তন অবরোধে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন এই ‘অভূতপূর্ব অবরোধ’ ঠিক কেমন হবে তার বিষয়ে বিস্তারিত জানাননি পম্পেও। তবে সেটা যে আগের চেয়ে কঠোর হবে সে বিষয়ে সন্দেহ নেই।

পম্পেও গত সপ্তাহে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর অবরোধ আরোপকে ‘কেবল শুরু’ বলে অভিহিত করেন।

এদিকে, পম্পেওর এমন মন্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যেসব পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তাতে বুঝা যায় যুক্তরাষ্ট্র এর ‘ব্যর্থ কূটনীতির কারাবন্দি’ এবং দেশটিকে এর ফল ভোগ করতে হবে।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতির প্রধান ফেডেরিকা মগেরিনিও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে জানিয়েছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি বাতিল করে কীভাবে মধ্যপ্রাচ্যকে নিরাপদ করা যাবে, তা দেখাতে ব্যর্থ হয়েছেন পম্পেও।

তথ্য : বিবিসি ও আল জাজিরা



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়