ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পম্পেওর মুখে ঘুষি মারবে ইরানের জনগণ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পম্পেওর মুখে ঘুষি মারবে ইরানের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি জনগণ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মুখে ঘুষি মারবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ সেনা কমান্ডার। তেহরানের ওপর ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞার জবাবে মঙ্গলবার সোরোল্লাহ রেভল্যুশনারি গার্ডের উপ-কমান্ডার ইসমাইল কাওসারি এ হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার পম্পেও জানিয়েছেন, ইরান যদি পরমাণু কার্যক্রম থেকে সরে না আসে এবং সিরিয়া থেকে তাদের বাহিনী প্রত্যাহার না করে তাহলে ওয়াশিংটন তেহরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এটি ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা হবে’ বলেও জানিয়েছেন তিনি।

এর জবাবে ইসমাইল কাওসারি বলেছেন, ‘ইরানের জনগণের উচিৎ এর ‍মুখোমুখি কঠোরভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং তারা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ও তাকে সমর্থনকারীদের মুখে শক্ত ঘুষি মারবে।’

তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন,‘আমাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার কথা বলার আপনি ও আমেরিকা কে? ইতিহাস রয়েছে, হিরোশিমা ও নাগাসাকিতে ক্ষেপাণাস্ত্র ইস্যুতে আমেরিকাই সবচেয়ে বড় অপরাধী।’



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়