ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বেকুব বানালো দুই রুশ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বেকুব বানালো দুই রুশ

আন্তর্জাতিক ডেস্ক : আরমেনিয়ার প্রধানমন্ত্রী সেজে টেলিফোনে কথা বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে বেকুব বানিয়েছেন রাশিয়ার দুই প্রাঙ্কস্টার।

গত সপ্তাহে তারা টেলিফোনে জনসনের সঙ্গে ১৮ মিনিট কথা বলেছেন। এসময় তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পক্ষত্যাগী রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপালকে নিয়ে কথা বলেন। এই সময়ের তারা জনসনকে ভুলেও তাদের আসল পরিচয় বুঝতে দেননি।

গত সপ্তাহে ঘটানো এই কান্ডের অডিও ওই দুই ব্যক্তি প্রকাশ করেছে। এদের মধ্যে একজন নিজেকে আরমেনিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান হিসেবে পরিচয় দিয়েছেন। রুশ উচ্চারণে ইংরেজিতে বলা ওই ব্যক্তি জনসনের কাছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের সঙ্গে কীভাবে আলোচনা চালাতে হবে সে ব্যাপারে পরামর্শ চান। জবাবে জনসন বলেন, ‘আমরা পুতিনকে ঘিরে থাকে এমন লোকদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখব।’ রাশিয়ার হুমকি মোকাবেলার এটাই সেরা পথ বলে মন্তব্য করেন জনসন।

ওই প্রাঙ্কস্টার এ সময় লন্ডনে রাসায়নিক হামলার শিকার স্ক্রিপালের ইস্যুতে ব্রিটেনের জবাব কী হবে সে বিষয়েও জানতে চান।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ফোনকলটির বিষয় স্বীকার করেছে।

অ্যালেক্স স্টলিয়ারভ ও ভ্লাদিমির কুজনেটসভ নামের এই দুই প্রাঙ্কস্টার দাবি করেছেন, এর আগে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো, সঙ্গীত তারকা এল্টন জনকেও বেকুব বানিয়েছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়