ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে দৃঢ় প্রত্যয় কিমের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে দৃঢ় প্রত্যয় কিমের

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ‘সম্পূর্ণ’ করতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

রোববার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এবং উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

শনিবার বিকালে উত্তর কোরিয়ার নেতা কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক গ্রাম পানমুনজোমে আকস্মিক বৈঠকে মিলিত হন। এরপরই মুন জানান, উত্তর কোরিয়া ‘পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘বিদ্বেষপূর্ণ আচরণের’ দোহাই তুলে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনের সঙ্গে তার পূর্ব নির্ধারিত সম্মেলন বাতিল ঘোষণা করেন। পরের দিন শুক্রবার অবশ্য ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন এবং জানান, বৈঠকের প্রস্তুতি ‘বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে।’

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ রোববার এক বিবৃতি প্রকাশ করেছে। এতে দুই কোরিয়ার শীর্ষ নেতার আকস্মিক বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রেসিডেন্ট মুন জায়ে রোববার বলেছেন, ‘১২ জুনের সম্মেলন সফলভাবে শেষ করতে কিম রাজী হয়েছেন।’ এছাড়া কোরীয় উপদ্বীপকে সম্পূর্ন পারমাণবিক নিরস্ত্রীকরণে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

মুন আরো জানিয়েছেন, তার সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটন নিশ্চয়তা দেবে কিনা এ বিষয়ে কিম এখনো নিশ্চিত হতে পারেন নি।




রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়