ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সঞ্জয়ের বায়োপিক নিয়ে সালমানের বক্তব্য

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সঞ্জয়ের বায়োপিক নিয়ে সালমানের বক্তব্য

সালমান খান ও সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্বের কথা কারো অজানা নয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয়ের বায়োপিক ‘সাঞ্জু’ সিনেমার ট্রেইলার। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এ নিয়ে প্রশ্ন করা হয় সালমানকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভাবছি, কেন অন্য কাউকে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করতে হবে। কেউ এ চরিত্রটির সঠিক মূল্যায়ন করতে পারবে না। সাঞ্জু সিনেমার শেষ অংশটুকু শুধু সঞ্জয়ের অভিনয় করা উচিৎ ছিল। শেষ দিকটা অর্থাৎ বিগত আট থেকে দশ বছরের অংশটুকু শুধু সঞ্জয় করতে পারতেন। তবে রাজকুমার হিরানি খুবই চমৎকার একজন নির্মাতা। আমি নিশ্চিত তিনি ভালো সিনেমা নির্মাণ করেছেন।’

ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সাঞ্জু সিনেমাটির প্রযোজনায় আছেন বিধু বিনোদ চোপড়া। রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে দেখা যাবে। আগামী ২৯ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এদিকে বর্তমানে রেস-থ্রি সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সালমান খান। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। সালমান খান ছাড়াও এতে অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন রেমো ডিসুজা।



রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৮/মারুফ/শান্ত    

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়