ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শান্তির পথে এক পা দিয়েছে কিম : ট্রাম্প

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ১০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শান্তির পথে এক পা দিয়েছে কিম : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ১২ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্মেলন ‘শান্তির পথে এক পা’। এই সম্মেলনের মাধ্যমে উন শান্তির পথে এক পা দিয়ে রেখেছে।

আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে সম্মেলনে মিলিত হবেন ট্রাম্প ও উন।

এই সম্মেলনকে ট্রাম্প ‘শান্তি মিশন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে তিনি স্বীকার করেন, প্রকৃতার্থে এই দুই নেতা একটি ‘অপরিচিত অঞ্চলে’ রয়েছেন। অর্থাৎ তাদের সম্মেলনের ভবিষ্যৎ কী তারা নিজেরাও এখনো নিশ্চিত নন।

কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনে অন্যান্য নেতাদের সঙ্গে শুল্কারোপ নিয়ে মনকষাকষির পর সেখান থেকে সিঙ্গাপুর আসছেন ট্রাম্প। পথিমধ্যে কিমের সঙ্গে আসন্ন সম্মেলন নিয়ে আশাবাদী এই বার্তা টুইট করেন।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়