ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঐতিহাসিক বৈঠকে বসেছেন কিম ও ট্রাম্প

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৩, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঐতিহাসিক বৈঠকে বসেছেন কিম ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে ঐতিহাসিক বৈঠকে মিলিতে হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

মঙ্গলবার সকালে বৈঠকে বসার আগে তারা পরস্পর হাত মেলান ও হাসি বিনিময় করেন। কোরিয়া উপদ্বীপে পরমাণু কর্মসূচি নিয়ে সংকটের উত্তরণ ঘটাতে এই বৈঠকে বসেছেন তারা।

ট্রাম্প ও কিমের এই সম্মেলন যদি সফল হয় তবে তা উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা দৃশ্যপটের স্থায়ী পরিবর্তন আনতে পারে। যেমনটি এসেছিল ১৯৭২ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফরের মধ্য দিয়ে, যেটি চীনের রূপান্তরে কাজ করেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পতাকা পেছনে রেখে বৈঠকে বসেন দুই নেতা। এ সময় কিম ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে।’

ট্রাম্প জবাবে জানান, তিনি নিশ্চিত তারা চমৎকার সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন।

এ সময় সেখানে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের ক্যামেরার সামনে ট্রাম্প ও কিমকে বেশ আন্তরিক দেখা যায়।

ট্রাম্প বলেন, ‘আমার সত্যিই খুব ভালো লাগছে। খুব বড় আলোচনা হতে যাচ্ছে এবং আমি ব্যাপক সফলতা প্রত্যাশা করছি। আমি মনে করি, এ আলোচনা সত্যিই সফল হবে এবং আমি নিশ্চিত আমরা চমৎকার সম্পর্ক তৈরি করতে যাচ্ছি। এতে আমার কোনো সন্দেহ নেই।’

কিম জবাবে বলেন, ‘এখানে আসা সহজ ব্যাপার ছিল না। অতীত আমাদের পথে নানা বাধার সৃষ্টি করে রেখেছিল। তবে সেসব অতিক্রম করে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।’

তথ্য : রয়টার্স




রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়