ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কন্যা সন্তানের জন্ম দিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কন্যা সন্তানের জন্ম দিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। আধুনিক বিশ্বের  ইতিহাসে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালে সন্তান প্রসব করলেন।

বিবিসি জানিয়েছে, নির্ধারিত তারিখের চারদিন আগেই জেসিন্ডাকে বৃহস্পতিবার ভোরে অকল্যান্ড শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার নবজাতকের ওজন ৩ দশমিক ৩১ কেজি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটে জেসিন্ডার সন্তান ভূমিষ্ঠ হয়। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি প্রদান করেন।

টুইটারে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত নতুন বাবা-মা যে আবেগে উদ্বেলিত হয়, তার পুরোটাই আমাদের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু একই সময় অনেকের কাছ থেকে যে দয়া ও শুভকামনা পেয়েছি তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের।’

৩৭ বছরের জেসিন্ডা আরডের্ন ছয় সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স। তবে এই সময়েও জেসিন্ডা মন্ত্রিসভার নথিপত্র পড়বেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দিয়েছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়