ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডক্টরস উইদাউট বর্ডারের কর্মীরা যৌনকর্মীদের ব্যবহার করত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডক্টরস উইদাউট বর্ডারের কর্মীরা যৌনকর্মীদের ব্যবহার করত

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারের (এমএসএফ) কর্মীরা আফ্রিকায় দায়িত্ব পালনকালে স্থানীয় যৌনকর্মীদের ব্যবহার করতো। ব্রিটিশ সাংবাদিক ভিক্টোরিয়া ডার্বিশায়ারের অনুষ্ঠানে বেশ কয়েকজন গোপন তথ্যফাঁসকারী এ তথ্য জানিয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রাক্তন নারী কর্মীরা জানিয়েছেন, পুরুষ কর্মীরা ব্যাপকভাবে এই কাজটি করতেন।

এক জ্যেষ্ঠ কর্মী জানিয়েছেন, ওষুধের বিনিময়েও কর্মীরা যৌনসম্পর্ক স্থাপন করে থাকতে পারে।

তবে ডক্টরস উইদাউট বর্ডার জানিয়েছে, তারা ‘নির্যাতন, হয়রানি অথবা নিপীড়ন’ সহ্য করবে না। এমএসএফের আচরণবিধিতে যৌনকর্মীদের সঙ্গে কর্মীদের সম্পর্ক স্থাপন কঠোরভাবে নিষিদ্ধ।

যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সবাই এমএসএফের দাপ্তরিক কর্মী। এ ঘটনায় সংস্থাটির কোনো চিকিৎসক অথবা সেবক জড়িত নেই।

লন্ডনে কাজ করা এক প্রাক্তন কর্মী জানিয়েছেন, কেনিয়ায় কাজ করার সময় তিনি এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে এমএসএফের আবাসিক ভবনে কিশোরীদের আনতে দেখেছেন।

তিনি বলেন, ‘মেয়েগুলো ছিল একেবারেই কমবয়সী এবং গুজব ছিল ওরা দেহব্যবসায়ী।’ যৌনকাজের জন্য যে তাদের আনা হয়েছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ওই আবাসিক ভবনে দীর্ঘ আমার এক সহকর্মী বাস করেছেন। তিনি জানিয়েছেন, এ ধরণের ঘটনা প্রায়ই ঘটতো।’

গোপন তথ্য ফাঁস করে দেওয়া ওই নারী জানিয়েছেন, ওই ব্যক্তিকে তারা চ্যালেঞ্জ করতে সমর্থ্য ছিলেন না, কারণ তিনি ছিলেন পদমর্যাদায় জ্যেষ্ঠ।

তিনি বলেন, ‘আমি অন্যান্য কয়েকজন বয়স্ক লোকের সঙ্গে অনুভব করছিলাম, এটা নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার। তারা সেখানে দীর্ঘদিন ছিল এবং পশ্চিমা ত্রাণকর্মীর মর্যাদার সুযোগ নিয়ে তারা সুবিধা আদায় করতো।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়