ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে : ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৭, ২২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া তাদের চারটি বড় পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্র ধ্বংসের কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশটি সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে। বৃস্পতিবার হোয়াইট হাউজে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেছেন।

অবশ্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর তারা এ ধরণের কার্যক্রমের কোনো লক্ষণ তারা দেখতে পাননি।

ট্রাম্প বলেছেন, ‘তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ করেছে। তারা ইঞ্জিন তৈরির কেন্দ্রগুলো ধ্বংস করছে। তারা এগুলো উড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে তারা একটি পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে, আদতে সত্যিকারার্থে এটি ছিল তাদের বড় চারটি পরীক্ষাকেন্দ্রের একটি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, এটা সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ হবে, যা ইতিমধ্যে শুরু হয়েছে।’

ট্রাম্প আসলে উত্তর কোরিয়ার কোন পরীক্ষা কেন্দ্রের কথা বলেছেন তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক গবেষণা কেন্দ্র সম্পর্কে জানেন এমন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গত ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-উনের বৈঠকের পর উত্তর কোরিয়ার নতুন পরমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংসের কোনো প্রমাণ তারা পাননি।

নাম প্রকাশ অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ধারণা গত মাসে উত্তর কোরিয়া তাদের পুঙ্গি-রি কেন্দ্রের টানেল  ধ্বংস এবং মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ইহা-রি বাতিলের যে দাবি করেছিল, ট্রাম্প সম্ভবত সে কথাই বলেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়