ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দেশে ফেরার সিদ্ধান্ত বদলালেন মোশাররফ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ২২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফেরার সিদ্ধান্ত বদলালেন মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন সেনা শাসক পারভেজ মোশাররফ পাকিস্তানে ফিরছেন না। দেশটির সুপ্রিম কোর্ট ফিরলেই তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার পর শুক্রবার আগের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মোশাররফ।

পাকিস্তানের  সর্বোচ্চ আদালতে মোশাররফের বিরুদ্ধে কয়েকটি মামলার শুনানি চলছে। ২০১৬ সালে দেশ ছেড়ে দুবাই ও লন্ডনে স্বেচ্ছানির্বাসনে চলে যান তিনি। চলতি মাসের প্রথম দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আগামী ২৫ আগস্টের জাতীয় নির্বাচনে অংশ নিতে চাইলে মোশাররফ দেশে ফিরতে পারবেন।

ভিডিও লিংকে সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ বলেছেন, ‘আগস্টের আগে আমাকে গ্রেপ্তার না করার ব্যাপারে কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা না দেওয়ায় দেশে ফেরার ব্যাপারে আমার পরিকল্পনার বিষয়ে নতুন করে ভাতে বাধ্য হয়েছি আমি। আদালতে হাজির হওয়ার আগেই আমাকে গ্রেপ্তার করা হলে আমার দেশে ফেরায় কোনো উপকারই হবে না।’

প্রাক্তন এই সেনা শাসক বলেন, ‘সারা দুনিয়া জানে, আমি কাপুরুষ নই। কিন্তু এখন আমি দেশে ফেরার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকব।’



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়